Mumbai: সেলফি সিনেমায় সাফল্যের আশায় অক্ষয়-ইমরানরা

আরও পড়ুন

অক্ষয় কুমার অভিনীত ২০২১ সালের আগস্ট থেকে এখনও পর্যন্ত পাঁচ-পাঁচটি ছবি মুক্তি পেয়েছে । তবে এর মধ্যে ‘সূর্যবংশী’ বাদে বাকি সবকটিই ফ্লপ। শেষ সিনেমা ‘সম্রাট পৃথ্বীরাজ’ তো বক্স অফিসে রীতিমতো মুখ থুবড়ে পড়েছে। তবে ‘খিলাড়ি’ তো থামতে শেখেননি। ফের নতুন সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করে দিলেন তিনি।

সূত্রের খবর, পরবর্তী ছবিতে ইমরান হাশমির সঙ্গে দেখা যাবে খিলাড়ি কুমারকে, একথা সবারই জানা। সিনেমার নাম ঘোষণাও আগে হয়ে গিয়েছিল। এবার জানা গেল অক্ষয়-ইমরান অভিনীত ‘সেলফি’ ছবির মুক্তির তারিখ। ছবির নির্মাতারা জানিয়েছেন, ‘সেলফি’ আগামী বছর ২৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে।

প্রসঙ্গত, ড্রামা-কমেডি ঘরানার এই সিনেমায় অক্ষয় কুমার, ইমরান হাশমি ছাড়াও দেখা যাবে নুসরত ভারুচা, ডায়না পেন্টির মতো শিল্পীদের। রাজ মেহতা পরিচালিত এই ছবির নির্মাতাদের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ধর্ম প্রোডাকশনস, পৃথ্বীরাজ প্রোডাকশনস, ম্যাজিক ফ্রেমস ও কেপ অফ গুড ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমা ‘সেলফি’ ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শও আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর জানিয়েছেন। জানা গেছে,‘সেলফি’ আদতে মালয়ালম সিনেমা ‘ড্রাইভিং লাইসেন্স’-এর হিন্দি রিমেক। সেই ছবিতে পৃথ্বীরাজ ও সূরজ ভেঞ্জারামুড়ু অভিনয় করেছিলেন। এবার তাঁদের জায়গাতেই হিন্দিতে দেখা যাবে অক্ষয়-ইমরানকে। উল্লেখ্য, গত কয়েক মাসে মুক্তি পাওয়া একের পর এক সাউথের সিনেমার হিন্দি রিমেক বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। তা সে অক্ষয় কুমারের ‘বচ্চন পাণ্ডে’ হোক, কিংবা শাহিদ কাপুরের ‘জার্সি’। এমনকি গত শুক্রবার মুক্তি পাওয়া রাজকুমার রাওয়ের ‘হিট: দ্য ফার্স্ট কেস’ও চূড়ান্ত ফ্লপ। এখন শুধু দেখার অক্ষয়-ইমরান জুটির হাত ধরে ‘সেলফি’ মুভিটা সফল হয় কিনা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close