বিভিন্ন সময়ে সামাজিক মাধ্যমে খবরের শিরোনামে থাকে শাহরুখ পুত্র আরিয়ানের নাম। যদিও সামাজিক সামাজিক মাধ্যমে খুব বেশি একটিভ থাকেন না ষ্টার কিড আরিয়ান। তথাপি তার ভক্তের সংখ্যা নেহাত কম নয়। শাহরুখপুত্রের প্রেয়সীরা যে শুধু এই দেশেই সীমাবদ্ধ তা কিন্তু নয়। কাঁটাতারের বেড়ার ওপারেও রয়েছে তাঁর অনুরাগীরা। এবার সেই প্রমাণই মিলল।
চলতি সপ্তাহে বুধবার ইনস্টাগ্রামে সজল আলি পোস্ট করেন আরিয়ান খানের একটি ক্যানডিড ম্যাজিক আওয়ারের ফটো। যেখানে ব্যাকগ্রাউন্ড এ জুড়ে দিয়েছিলেন শাহরুখ-অনুষ্কার জনপ্রিয় সুপারহিট গান “Hawayein”। শাহরুখ পুত্রের প্রতি ভালোবাসার ইজহার কি এভাবেই করলেন সজল? উঠেছে প্রশ্ন!
এতদিন যাবৎ কিং খানের প্রতি নিজেদের ভালোবাসার ইজহার দিতেন পাক সুন্দরীরা। আর এবারও তার ব্যতিক্রম হ’ল না। বাবার ধারা বজিয়ে রেখে ছেলে আরিয়ানও পাক সুন্দরীদের কাছে পাচ্ছেন ভালোবাসার প্রস্তাব! তবে কি এবার পাক সুন্দরী সজল আলি মন দিয়ে বসলেন শাহরুখ পুত্রকে? ইনস্টাস্টোরি ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে উঠেছে এমনই প্রশ্ন।
টাইমস ফোর্টিন ব্যুরো, ইসলামাবাদ।