সম্প্রতি ইন্ডাস্ট্রিতে এক জুটির বিয়ে সম্পন্ন হতে না হতেই বলিউডে ফের বাজতে চলেছে সানাইয়ের সুর। এবার বিয়ের আসরে বসতে চলেছেন সুনীল শেট্টি কন্যা আথিয়া শেট্টি এবং বিখ্যাত ক্রিকেটার কে এল রাহুল।
এতদিন পর্যন্ত সুনীল শেট্টি কন্যার সঙ্গে ক্রিকেটার রাহুলের সম্পর্কটা ফ্যানেদের কাছে খুব একটা স্পষ্ট ছিল না। কিন্তু, অহন শেট্টির প্রথম ছবি ‘তড়প(Tadap)’-এর প্রিমিয়ারে দু’জনকে একসঙ্গে দেখার পর তাদের সেই সম্পর্কের গভীরতা ছাপ স্পষ্ট বোঝা যায়। সূত্রের খবর, মেয়ে আথিয়ার বিয়ের ব্যাপারে খুবই যত্নবান সুনীল। বহুদিন পর শেট্টি পরিবারে বিবাহ অনুষ্ঠান হতে চলেছে বলে আয়োজনে কোনও ত্রুটি রাখতে চান না সুনীল শেট্টি। তাঁদের বাড়িতে বিয়ের তোড়জোড় শুরু হয়েছে বলে জানা যায়।
সূত্রের খবর, এই বছরের ডিসেম্বর মাসেই রাহুল-আতিয়ার বিয়ে। জানা গেছে, তাঁদের বিয়ের প্রস্তুতি এখন তুঙ্গে। দেশের সেরা হোটেল, ক্যাটারার ও ডিজাইনারের সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা হয়ে গিয়েছে। মুম্বইয়ের কোনও পাঁচতারা হোটেলে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাঁদের বিয়েতে বলিউড তারকারা তো থাকবেনই। বিখ্যাত ক্রিকেটার কে এল রাহুলের বিয়ের জন্য তারকা ক্রিকেটারদেরও দেখা যাবে সেই অনুষ্ঠানে।
রাহুল-অথিয়ার বিয়ের তোড়জোড় নিয়ে যেমন জল্পনা শুরু হয়েছে ঠিক তেমনি তাঁদের বিয়ে সম্পর্কে বিরুদ্ধ মতও শোনা গিয়েছে। সূত্রের খবর, আথিয়ার এক ঘনিষ্ঠ জানান,” এই খবর একেবারেই সত্য নয়। চলতি বছরে কোনও বিয়ের পরিকল্পনা নেই। ” এখন দেখার পালা রাহুল-অথিয়ার বিয়ে কি সত্যি চলতি বছরেই হতে চলেছে নাকি বাতাসে ভাসছে ভুয়ো খবর?