অক্ষয় কুমারের একের পর এক সিনেমা মুক্তি পাচ্ছে। তাঁর শেষ ছবি ছিল ‘সম্রাট পৃথ্বিরাজ চৌহান‘। দর্শকদের মধ্যে তা ভালোই সারা পেয়েছিল। এরপরেই তাঁর আর একটি ছবির ট্রেলার মঙ্গলবার সন্ধ্যায় মুক্তি পেতে চলেছে। প্রেম, আনন্দ, পরিবার এবং তাদের বেঁধে রাখার অটুট বন্ধনের গল্প নিয়ে আসছে ‘রক্ষা বন্ধন(Raksha Bandhan)‘। প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অক্ষয় কুমার এবং ভূমি পেডনেকার।
‘রক্ষা বন্ধন’-এর পোস্টারে একটি স্কুটারে অক্ষয় কুমার-সহ তাঁর বোনেদের দেখা গেছে। তাঁর টুইটার হ্যান্ডেলে তিনি একটি টুইট করে বলেন, “একত্র হওয়া মানে একে অপরের গোপনীয়তা, সুখ এবং মনের কথা জানা। একতাই জীবন এবং পরিবার ছাড়া জীবন কিছু না। আসুন এই সুন্দর পরিবারে যোগ দিন”।
Togetherness is knowing each other’s secrets, happiness & hearts.
Togetherness is life. And what’s life without a family.
Come join this beautiful family. #RakshaBandhanTrailer out today at 5.40pm onhttps://t.co/QBn8GVwhzs#ReturnToFeelings #RakshaBandhan11August pic.twitter.com/8R2OHigfBX— Akshay Kumar (@akshaykumar) June 21, 2022
‘রক্ষা বন্ধন’ ভারতীয় হিন্দি ভাষার কমেডি-ড্রামা চলচ্চিত্র। এটি আনন্দ এল. রাই পরিচালিত এবং জি স্টুডিও, কালার ইয়েলো প্রোডাকশন এবং কেপ অফ গুড ফিল্মস দ্বারা প্রযোজিত। হিমাংশু শর্মা এবং কণিকা ধিলোনের লেখা গল্প। ভাই-বোনের মধ্যে প্রেম, বন্ধন এবং সংযুক্তিকে ঘিরে তৈরি করা হয়েছে এই ছবিটি। অক্ষয় কুমারের ছবি নিয়ে পৃথক উন্মাদনা দেখা দিয়েছে দেশজুড়ে।
ব্যুরো নিউজ, মুম্বই টাইম ফোর্টিন বাংলা।