রণবীর-আলিয়ার বিয়ের প্রস্তুতি

রণবীর আলিয়ার বিয়ে কী এই মাসের মধ্যে হতে চলেছে?

আরও পড়ুন

মুম্বাই ইন্ডাস্ট্রিতে শোনা যাচ্ছে যে, রণবীর-আলিয়ার বিয়ে ১৭ এপ্রিলের মধ্যেই হতে চলেছে। তাদের এই বিয়ের তারিখ পরিবর্তনও হতে পারে। কিন্তু এই মাসের মধ্যেই তাদের বিয়ে হওয়ার সম্ভবনা, তাও শোনা যাচ্ছে ইন্ডাস্ট্রির অন্দরমহল থেকে। পাত্রী আলিয়া ভাটের দাদুর শরীরের অবস্থা ভালো নেই বলেই জানা যাচ্ছে। তার শেষ ইচ্ছে ,নাতনির বিয়ে দেখে যাওয়ার।কাপুর পরিবারের বিয়ে তাদের পৈতৃক ভিটে আর কে হাউসে হবে।

Alia-Bhatt-Ranbir-Kapoors-wedding

এই বিষয়টি ভালোমতো জানার জন্য এক সংবাদ মাধ্যম থেকে রণবীরের জ্যাঠা রণধীর কে ফোন করা হলে তিনি জানান যে, তাকে এই বিয়ে সম্পর্কে কিছুই জানানো হয়নি, তার উপর তাদের বাড়িতেই বিয়েটা হবে। তার এই মন্তব্যতে রণবীরের বিয়ের জল্পনা-কল্পনা কিছু কমেনি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close