অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। আগামী সপ্তাহেই চার হাত এক করতে চলেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর এবং জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। বহু প্রতীক্ষিত এই বিয়ে নিয়ে তাদের ভক্ত এবং অনুরাগীদের মধ্যে কৌতূহলের অন্ত নেই। বলিউড সূত্রের খবর, আগামী ১৭ এপ্রিল এই দুই তারকা অভিনেতা অভিনেত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। ফলে, এই দুই পরিবারের মধ্যেই শুরু গিয়েছে বিয়ের তোড়জোড় এবং কেনাকাটার চরম ব্যস্ততা। সূত্রের খবর, অভিনেতা ঋষি কাপুর এবং তাঁর স্ত্রী অভিনেত্রী নীতু কাপুরের অভিব্যক্তি পাঞ্জাবী মতেই বিয়ে সারতে পারেন তাঁরা। এর জন্য মুম্বাইয়ের কাছেই একটি গুরুদ্বোয়ারায় লঙ্গরও আয়োজন করার কথা রয়েছে তাঁদের। আলিয়া ভাটের দিদা এন রাজদানের শারীরিক অবস্থা স্থিতিশীল নয়, তাঁর শেষ ইচ্ছে নাতনি আলিয়ার বিয়ে দেখার। সেই কথা মাথায় রেখেই বিয়ের দিন ধার্য্য করা হয়েছে বলেই সূত্রের খবর।
জানা যাচ্ছে, মুম্বাইয়ের চেম্বুরের আর.কে বাংলোতে বিয়ের সমস্ত নিয়ম কানুন এবং অনুষ্ঠান সম্পন্ন হবে। হাইপ্রোফাইল এই বিয়েতে অন্যান্যদের মতো ডিজাইনার মনীষ মালহোত্রার ডিজাইন করা পোশাকই পরবেন এই নবদম্পতি তারকা। আলিয়া ভাটের কাকা রবিন ভাট জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠান চলবে মোট ৪ দিন ধরে। আগামী ১৪ এপ্রিল থেকে বিয়ের উৎসব শুরু হবে চেম্বুরের বাংলোতে। কেমন হবে তাঁদের বিয়ের সাজ, বিয়ের মন্ডপ সাজানো হবে কিভাবে, কোন কোন তারকা আমন্ত্রিত থাকছেন এই বিয়েতে, এই নিয়ে ভক্তদের মধ্যে যেমন কৌতূহল এবং জল্পনার শেষ নেই, তেমনি পাশাপাশি বিয়েতে কি কি মেনু থাকছে তা নিয়েও শুরু হয়ে গিয়েছে কৌতূহল।
সূত্রের খবর, রণবীর এবং আলিয়ার বিয়েতে মেনু হিসেবে থাকছে এক বিরাট এলাহি আয়োজন। ভোজনরসিক হিসেবে এমনিতেই কাপুর পরিবারের বেশ সুনাম রয়েছে। বিয়েতে থাকছে মোট ৫০টিরও বেশি খাবারের কাউন্টার। তাতে থাকছে মেক্সিকান, পাঞ্জাবি, ইতালীয়, আফগানি প্রভৃতি বিভিন্ন স্বাদের সমস্ত লোভনীয় খাবার। রণবীর কাপুরের মা নীতু কাপুর জানিয়েছেন যে, ছেলের বিয়ের জন্য বিশেষ শেফদের আমন্ত্রণ জানানো হয়েছে দিল্লি এবং লক্ষ্ণৌ থেকে। জানা গিয়েছে, খাবারের স্টলে আলাদা করে এবং বড়ো করে থাকবে দিল্লির বিখ্যাত চাট। লক্ষ্ণৌ থেকে আসা শেফরা তৈরি করবেন বিরিয়ানি এবং আমিষ নিরামিষ খাবারের বিভিন্ন পদ। অন্যদিকে, অভিনেত্রী আলিয়া ভাট হলেন নিরামিষভোজী। তাই, তাঁর পছন্দের তালিকা অনুযায়ী থাকছে বিভিন্ন ধরনের নিরামিষ পদ এবং অতিথিদের কথা মাথায় রেখেও তৈরি করা সম্পূর্ণ আলাদা মেনু। প্রায় ১৫টির মতো নিরামিষ খাবারের কাউন্টার তৈরি করা হবে বলে জানা গিয়েছে। এছাড়া, নিমন্ত্রিত অতিথিদের এবং পরিবারের সদস্যদের নিজ নিজ পছন্দের খাবারের তালিকা অনুযায়ীও থাকছে বিশেষ আয়োজন।
বিয়ের অনুষ্ঠান শুরুর আগে বান্দ্রার বাড়িতে একটি ব্যাচেলর পার্টি আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে। পার্টিতে থাকবেন বিশিষ্ট বলিউড তারকারা। আদিত্য রায় কাপুর, অয়ন মুখার্জি, অর্জুন কাপুর সহ হাজির থাকবেন আরও অনেক তারকাই।