নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব, মন্তব্য সব্যসাচীর

আরও পড়ুন

ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) ব্রেন স্ট্রোকের ঘটনাটিকে ঘিরে নেতিবাচক খবর ছড়ানোর কথা বন্ধ করার কথা বলেন তাঁর সঙ্গী সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর অসুস্থতা নিয়ে ছড়ানো ভুয়ো খবররে তিনি এবং অভিনেত্রীর বাড়ির লোক বিরক্তই হয়ে আছেন।

অভিনেতা সব্যসাচী চৌধুরী শুক্রবার ফেসবুকে পোস্ট করে বলেন, “ঐন্দ্রিলার বিষয়ে অযথা নেতিবাচক খবর ছড়ানো বন্ধ করুন। কিছু নিম্নমানের তথাকথিত মিডিয়ার ভুয়ো খবরে নিজেদের বিভ্রান্তি বাড়াবেন না অথবা ওর বাড়ির লোককে বিরক্ত করবেন না। আমি এখনও অবধি কোনও সংবাদমাধ্যমের সাথে যোগাযোগ করিনি, সাক্ষাৎকার দিইনি, দেবও না। শুধু জেনে রাখুন মেয়েটা লড়ে যাচ্ছে, সাথে লড়ছে একটা গোটা হাসপাতাল।” তিনি আরও বলেন, “নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো। এর অন্যথা কিছু হবে না।” মানুষ কতটা তার সঙ্গী ভালোবাসলে এমন কথা বলতে পারে!

বরাবরের মতোই অভিনেত্রীর সুখ-দুঃখের সাথী হলেন সব্যসাচী চৌধুরী। ক্যান্সারের যুদ্ধ জয়ের পর মঙ্গলবার ঐন্দ্রিলা শর্মার হঠাৎ ব্রেন স্ট্রোক হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেই দিন থেকে আজ শুক্রবার পর্যন্ত সব্যসাচী চৌধুরী নিজের কথা না ভেবে নিজের জীবন সঙ্গীকে সাহস জোগানোর জন্য হাসপাতালেই রয়েছেন।

উল্লেখ্য, সকালেও তাঁর পরিস্থিতি খুব একটা স্বাভাবিক নেই বলেই জানা গেছে। তিনি এখন আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর সুস্থ হওয়ার আশায় অনেকেই প্রহর গুনছেন, বিশেষ করে তাঁর জীবনসঙ্গী সব্যসাচী চৌধুরী।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close