বেশ কিছুদিন ধরেই শিরোনামে রয়েছে বলিউড অভিনেত্রী সোনম কাপুরের খবর৷ সদ্যই নিজের মা হওয়ার আনন্দের কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। কিন্তু, এই আনন্দময় পরিবেশে সোনমের বাড়িতে ঘটে গেল বড়সড় চুরির ঘটনা। খোয়া গেল গয়না গাটি থেকে শুরু করে প্রচুর টাকা। এই খবর শুনে রীতিমতো চমকে গিয়েছেন সকলে। এমন একজন বলিউড তারকার বাড়িতে এই বিশাল চুরির খবর শুনে অবাক হয়ে গিয়েছেন প্রায় সব্বাই।
সূত্রের খবর, দিল্লিতে সোনম কাপুর এবং তাঁর স্বামী আনন্দ আহুজার বাড়িতে এই চুরির ঘটনাটি ঘটে। প্রায় দেড় কোটি টাকার গয়না সহ খোয়া গিয়েছে বিপুল পরিমাণ নগদ টাকা। সোনম কাপুরের শাশুড়ি এই ঘটনার প্রতিবাদে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন। এই কেস যেহেতু বেশ হাইপ্রোফাইল, সুতরাং পুলিশও বেশ তড়িঘড়ি তদন্ত শুরু করে দেয়। সোনমের বাড়ির ৯ জন বডিগার্ড, মালী, পরিচারক, ড্রাইভার এবং ২৫জন কর্মচারীকে এই চুরির বিষয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে বলে জানা যায়।
উল্লেখ্য, সোনমের এই দিল্লির বাড়িতে তাঁর শ্বশুর হরিশ আহুজা এবং শাশুড়ী প্রিয়া আহুজা, ও ঠাকুমা সরলা আহুজা থাকেন। চুরির ঘটনাটি ঘটে গত ১১ ফেব্রুয়ারী, এবং তার অভিযোগ দায়ের করা হয় গত ২৩ ফেব্রুয়ারীতে। এমন একজন হাইপ্রোফাইল মানুষের বাড়িতে এত কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কেন ঘটল এই চাঞ্চল্যকর ঘটনা তা নিয়ে তাজ্জব হচ্ছেন এবং প্রশ্ন করেছেন অনেকেই।
এদিকে, সূত্রের খবর গতকাল এই চুরির ঘটনা নতুন মোড় নেয়। জানা যাচ্ছে, সোনমের দিল্লির বাড়িতে তাঁর শাশুড়িকে দেখাশোনা করার জন্য একজন নার্স নিয়োগ করা হয়েছিল। পুলিশ সেই নার্স এবং তাঁর স্বামীকে এই চুরির ঘটনার দায়ে গ্রেফতার করে। জানা গেছে, চুরি যাওয়া সম্পদের মোট পরিমাণ ২ কোটি ৪০ লক্ষ টাকা৷ ধৃত ওই নার্সের নাম অপর্ণা রুথ উইনলসন এবং তাঁর স্বামী নরেশ কুমার সাগর শাকারপুর অঞ্চলে এক বেসরকারি সংস্থায় কাজ করেন। তাঁদের দুজনেরই বয়স ৩১, গতকাল তাঁদের দুজনকে গ্রেফতার করে পুলিশ। তবে, চুরি যাওয়া গয়না এবং টাকাপয়সা উদ্ধার করতে পারা যায়নি এখনও।