করোনা অতিমারীর জন্য বিনোদন জগতে বিপুল প্রভাব পড়লেও বর্তমানে হলমুখী হচ্ছেন সিনেপ্রেমীরা। গতবছর ১৫ নভেম্বর টলিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ-এর প্রযোজনায়, শৌভিক কুণ্ডু পরিচালিত ছবি ‘আয় খুকু আয়’। এই ছবিতে প্রসেনজিৎ ও দিতিপ্রিয়াকে বাবা-মেয়ের চরিত্রে দেখা যাবে। গ্রাম্য এক বাবা-মেয়ের সম্পর্ক তুলে ধরা হবে এখানে। এই ছবিতে রয়েছেন সোহিনী সেনগুপ্ত, দিতিপ্রিয়া রায়, বুদ্ধদেব ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ এবং রাহুল দেব বোস ছাড়া আরও অনেকেই।
সোমনাথ কুণ্ডুর সৌজন্যে বুম্বা দা ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনব লুক দেখা যাবে এই ছবিতে। মাথায় টাক, মুখে কাঁচাপাকা দাড়ি, বিধ্বস্ত চেহারায় একটি মলিন শার্ট পরে পুকুরঘাটে বসে আছেন তিনি। ছবির নাম ‘আয় খুকু আয়’। এই ছবিতে প্রসেনজিৎ-এর মেয়ের ভূমিকায় অভিনয় করছেন সবার প্রিয় রাসমণি বা দিতিপ্রিয়া রায়। প্রকাশ্যে এসেছে তাঁর লুকও। বাবা-মেয়ের মিষ্টি সম্পর্কের গল্প বলবে এই ছবি।
সূত্রের খবর, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নতুন এই ছবির প্রযোজনা করছেন অভিনেতা জিৎ। শৌভিক কুণ্ডু পরিচালিত ‘আয় খুকু আয়’ এর শুটিং শুরু হয়েছে অনেকদিন আগে থেকেই প্রথমবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করবেন দিতিপ্রিয়া রায়। তাঁর লুকেও রয়েছে চমক। কলঙ্করি কুর্তি আর এলোমেলো চুলে দিতিপ্রিয়ার সাদামাটা মেয়ের ছবি ফুটে উঠেছে। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে আরও বেশ কিছু তাবড় অভিনেতা-অভিনেত্রীকে।
এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কেবল বয়স্ক নয়, ছবি জুড়ে তাঁর বিভিন্ন বয়সকে দেখানো হবে। দর্শকমহলের আশা , আরও অন্যরকম লুকেও এই ছবিতে দেখা যাবে তাঁকে। সূত্রের খবর, প্রকাশ পেয়েছে এই ছবির লোগো। যেখানে জুড়ে ছিল গাছকৌটো, চন্দন আর কুমকুম। পরিচালক জানিয়েছেন, ছবির গল্পে জড়িয়ে রয়েছে বিয়ের ঘটনাও। তবে ঝাঁ চকচকে শহুরে গল্প নয় ‘আয় খুকু আয়’। শহরতলির সাধারণ পরিবারের বাবা মেয়ের সম্পর্কের গল্পই বলবে শৌভিক কুণ্ডুর নতুন এই ছবি। সম্প্রতি দিতিপ্রিয়া এই ছবি প্রসঙ্গে জানিয়েছেন, সিঙ্গেল মাদারের থেকে সিঙ্গেল ফাদারের প্রাত্যহিক জীবনের ঝামেলাটা বেশি। এত দিনের শুটিং শেষ করে ‘আয় খুকু আয়’ এবার ছবি প্রকাশ পাচ্ছে আগামী ২৭ মে।