এবার বলিউডের বড়পর্দায় পা রাখলেন তৃনা !

আরও পড়ুন

ছোটপর্দার সাথে সাথে এবার বড় পর্দাতেও দেখা যাবে অভিনেত্রী তৃনা সাহা -কে যাকে আমরা ষ্টারজলসা টিভি সিরিয়ালের ‘গুনগুন‘ নামে চিনি। এবারে বলিউড – টলিউডের নয়া সমীকরণ দেখা যাবে বলেই সূত্রের খবর। পরনে আটপৌরে বাঙালি সাজে লাল পাড় সাদা শাড়ি। সঙ্গে গা ভর্তি গয়না,খোঁপায় ফুল তৃনার (TRINA SAHA) এবং সঙ্গে থাকছেন সিদ্ধার্থ মালহোত্র (SIDDHARTHA MALHOTRA ) সৃজিত মুখোপাধ্য়ায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে দেখা যাবে তাঁকে। সিদ্ধার্থকে শেষ বার পর্দায় দেখা গিয়েছিল ‘শেরশাহ’ ছবিতে। তাঁর বিপরীতে ছিলেন কিয়ারা আডবাণী। এর পর পরিচালক রোহিত শেট্টির ছবিতে পুলিশের ভূমিকায় অভিনয় করবেন তিনি। এ ছাড়াও ‘মিশন মজনু’ রয়েছে অভিনেতার ঝুলিতে। এই ছবির মাধ্য়মেই বলিউডে পা রাখবেন রশ্মিকা মন্দানা

প্রসঙ্গত, মিডিয়াকে তৃণা সাহা জানায় – ”সিদ্ধার্থের সঙ্গে পরিচয় হয়ে আমি খুব খুশি। মানুষ হিসেবে সিদ্ধার্থে খুব ভালো একজন মানুষ তাঁর আলাদাই একটা আকৃষ্টতা আছে বাঙালিদের প্রতি সেটা আমি ওর সাথে কথা বলতে গিয়েই বুঝতে পেরেছি। সিদ্ধার্থ কথা বলতে খুব ভালোবাসে সে মাটির সাথে থাকতে বেশি ভালোবাসে আর বাংলা যে একদম পারে না তাও না অনেকটাই তার জানা আছে। ওর সাথে কথা বলে জানতে পারি আগেও কাজের সূত্রে কলকাতায় এসেছে তাই বাংলা বুঝতে পারে। বাংলা সংস্কৃতির প্রতি সিদ্ধার্থের সম্মান এবং ভালোবাসা আছে , সব কিছু নিয়ে একটা ভালো সময় কাটছে। ”

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close