Entertainment : রবীন্দ্রনাথ-ভিক্টোরিয়ার ভূমিকায় ভিক্টর, এলিওনোরা, উজ্জীবিত ভারত-আর্জেন্টিনা

আরও পড়ুন

ভারতীয় লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আর্জেন্টিনার বিখ্যাত লেখিকা ভিক্টোরিয়ার সুসম্পর্ক গড়ে উঠেছিল। সেই সময় ভিক্টোরিয়ার বয়স ছিল মাত্র ৩৪ বছর। এমনই দু’জন লেখক-লেখিকার মিষ্টি মধুর সম্পর্ককে পুঁজি করে ছবি তৈরি করতে চলেছেন আর্জেন্টিনার চলচ্চিত্র পরিচালক পাবলো সিজার(Pablo Sizar). ছবির নাম দেওয়া হয়েছে ‘থিংকিং অফ হিম’, অর্থাৎ ‘তার কথা চিন্তা করে’ ।

রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় অভিনয় করেছেন ভারতের টলিউডের জনপ্রিয় অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ভিক্টোরিয়ার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে আরেক নামী অভিনেত্রী এলিওনোরা ওয়েক্সলার -কে। পাশাপাশি ভারতীয় চিত্র পরিচালক সূর্য কুমার এই ছবিটির পরিচালনায় ‘সহকারি পরিচালকের’ ভূমিকায় সহায়তা করবেন বলে জানা গেছে। অন্যদিকে টলিউডের আরেক অভিনেত্রী রাইমা সেনকে উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

আগামী ২০২৩ সালের ৯ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্ম তিথিতে আর্জেন্টিনার চিত্রপরিচালক পাবলো সিজার নির্মিত এই ছবিটি মুক্তি পেতে চলেছে বলেই খবর। সে দেশের চিত্র পরিচালক পাবলো সিজার রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে ভিক্টর বন্দ্যোপাধ্যায়-কে অভিনয় করাতে পেরে অত্যন্ত উজ্জীবিত। ঠিক তেমনি আনন্দিত ভিক্টোরিয়ার চরিত্রে এলিওনোরা ওয়েক্সলার-কে দিয়ে অভিনয় করানোর জন্য।

সেইসঙ্গে ভারতীয় চলচ্চিত্র পরিচালক সূর্যকুমার- বলে

ছেন ভিক্টোরিয়ার চরিত্রের পাশাপাশি রাইমা সেনও খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলছেন তার চরিত্রটিকেও। তবে ভিক্টর-এলিওনোরা-রা রবীন্দ্রনাথ- ভিক্টোরিয়ার চরিত্রে অভিনয় করে প্রযোজককে কত টাকার ব্যবসা দিতে পারেন ‘থিংকিং অফ হিম’ ছবিতে, সেটাই এখন দেখার।

 

Fourteen Web Desk

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close