2022 T20 World Cup : বৃষ্টির কারনে চিন্তিত ক্রিকেটপ্রেমীরা

আরও পড়ুন

অস্ট্রেলিয়ার মেলবোর্নে বৃষ্টি যেন পিছু ছাড়ছে না কিছুতেই। বাতিল হচ্ছে একের পর এক জরুরি ক্রিকেট ম্যাচ। যার জেরে রীতিমতো সমস্যায় পড়েছেন বিভিন্ন দেশের খেলোয়াড়েরা। বেশ কিছু ম্যাচ বাতিল হওয়ায় মন খারাপ ক্রিকেট প্রেমীদের।

শুক্রবার বিশ্বকাপে দুটি ম্যাচে একটিও বল গড়াল না। আফগানিস্থান-আয়ারল্যান্ডের পর এবার অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ম্যাচও বৃষ্টির জন্য ভেস্তে গেল। বিশ্বকাপের মাঝেই এমনভাবে পরপর ম্যাচ বাতিল হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিন প্রথম ম্যাচ ছিল আয়ারল্যান্ড ও আফগানিস্থানের মধ্যে। মেলবোর্নের আকাশের আজ সকাল থেকেই মুখভার। ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলছিল। কিন্তু সেই বৃষ্টিই যে ম্যাচে বাধা হয়ে দাঁড়াবে তা ভাবতে পারেনি কেউই। ম্যাচ ভেস্তে যাওয়ার ফলে হতাশ দুই দলের খেলোয়াড় থেকে সমর্থকেরা।
আম্পায়াররা শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে গেছেন ম্যাচ খেলানোর জন্য। কিন্তু তা সম্ভব হয়নি। সাথ দিল না প্রকৃতি। দুই দলের অধিনায়কই বলেন, এভাবে ম্যাচ বাতিল হয়ে যাওয়া খুবই দুর্ভাগ্যজনক। প্রশ্ন উঠতে শুরু করেছে আইসিসির বিরুদ্ধে।

ফোর্টিন টাইমলাইন, মেলবোর্ন, অস্ট্রেলিয়া।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close