গাড়িবোমা বিস্ফোরণে নিহত হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ আলেকজান্ডার দুগিনের কন্যা দারিয়া দুগিনা। শনিবার মস্কোর কাছে জাতীয় সড়কে তার গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ইউক্রেন যুদ্ধের অন্যতম চক্রী বলে পরিচিত আলেকজান্ডার। অনেকে তাকে পুতিনের মস্তিস্কও বলে থাকেন। পুলিশের অনুমান আলেকজান্ডারকে খুনের চক্রান্ত করা হয়েছিল। কিন্তু মাঝপথে গাড়ি বদলে তিনি অন্যত্র চলে যাওয়ায় এযাত্রায় বেঁচে যান। ইউক্রেনের উপর গোটা ঘটনার দায় চাপিয়েছে রাশিয়া। ঘটনার তদন্তে নেমেছে রাশিয়ান পুলিশ।
ব্যুরো নিউজ, মস্কো, রাশিয়া।