আমেরিকায় শিক্ষাঙ্গনে বহিরাগতদের হামলা যেন পিছু ছাড়ছে না। আবারো এমন এক ঘটনার স্বাক্ষী থাকল মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্য। সোমবার সেন্ট লুইসের সেন্ট্রাল ভিজ্যুয়াল অ্যান্ড পারফর্মিং আর্টস উচ্চ বিদ্যালয়ে আচমকাই এক বন্দুকবাজ এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। এই হামলায় সঙ্গে সঙ্গে মারা যান একজন শিক্ষিকা, বয়স ৬১ বছর ও একজন ছাত্রী, বয়স ১৬ বছর। এই ঘটনায় গুরুতর অবস্থায় আহত হয় ৭ জন। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
মিসৌরির স্কুলটির কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দুকবাজকে দ্রুত নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে। খবর পাওয়ার চার মিনিটের মধ্যে পুলিশ চলে আসে ও পুলিশের গুলিতে হামলাকারী প্রাণ হারায়। বছর উনিশের হামলাকারী ওই স্কুলের প্রাক্তনী।
ব্যুরো নিউজ, আমেরিকা।