Cancer Cure : এবার কি তবে হার মানবে মরণব্যাধি কর্কট রোগ !

আরও পড়ুন

এমন এক বিরল ঘটনা ঘটল বিশ্ব ইতিহাসে। ১ জন নয় একসঙ্গে ১৮ জনের দেহ থেকে উধাও ক্যান্সার। এমনটাই দাবি নিউইয়র্কের মেমোরিয়াল স্লোওয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারের। বিগত ৬ মাস ধরে ১৮ জন রেক্টাল (মলদ্বার) ক্যান্সার রোগীকে এই ওষুধ দেওয়া হচ্ছিল। ৬ মাস পর ১৮ জনের পুনরায় এম আর আই (MRI) স্ক্যান, PET স্ক্যান করা হয়। এরপরই দেখা যায়, তাদের শরীর থেকে উধাও হয়ে গিয়েছে মরণব্যাধি কর্কট রোগ। এমন ফলাফল দেখে যারপরনায় খুশি চিকিৎসক, বিশেষজ্ঞরা।

বিগত ৬ মাস ধরে ডোস্টারলিম্ব (Dostarlimab) নামের ওষুধ দেওয়া হচ্ছিল ওই ক্যান্সার রোগীদের। ডোস্টারলিম্ব ওষুধটি গবেষণাগারে তৈরি করা হয়েছে যা মানব দেহে বিকল্প এন্টিবডি হিসেবে কাজ করে। নিউইয়র্কের মেমোরিয়াল স্লোওয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে ডঃ লুইস এ. ডিয়াজ জে বলেন – ক্যান্সারের ইতিহাসে এটি প্রথমবারের মতো ঘটেছে। সংবাদমাধ্যমকে গবেষকের দল জানিয়েছেন- ওই ওষুধটি চিকিৎসা বিজ্ঞানে আশার আলো দেখাচ্ছে। তবে এই ওষুধ এখন কতটা কার্যকর তা দেখার বিষয়। এর জন্য দরকার বড়মাপের ট্রায়াল। যদি এটি কার্যকরী হয়, সেক্ষেত্রে বহু অমূল্য প্রাণ বেঁচে যাবে।

ব্যুরো নিউজ, নিউইয়র্ক, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close