এবার ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়। টেক্সাসের একটি প্রাথমিক স্কুলে আচমকাই হামলা চালাল এক ১৮ বছরের কিশোর৷ স্কুলের করিডর রীতিমতো রক্তাক্ত, এদিন এই হামলার জেরে প্রাণ হারিয়েছেন ২১ জন। তার মধ্যে রয়েছে ১৯ জন স্কুল পড়ুয়া। মঙ্গলবারই আমেরিকার টেক্সাসে রব এলিমেন্টারি স্কুলে চড়াও হয় ওই ১৮ বছর বয়সী বন্দুকবাজ। সূত্রের খবর, পুলিশের গুলিতে নিহত হয় ওই বন্দুকবাজ কিশোরও৷ এদিনের হামলার জেরে আহত হয়েছেন দুজন পুলিশ কর্মীও। ঘটনার শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
উল্লেখ্য, পুলিশের তরফ থেকে এদিন জানানো হয়, ওই ১৮ বছরের বন্দুকধারী কিশোরের নাম সালভাদোর রামোস। তাঁর কাছে একটি হ্যান্ড গান এবং রাইফেল পাওয়া গিয়েছে বলে জানা যায়। হঠাৎই এদিন স্কুলে প্রবেশ করে পড়ুয়াদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে সে। এই ঘটনার খবর পাওয়া মাত্রই সেই স্কুলে পৌঁছয় পুলিশ। সালভাদোরের সঙ্গে সাময়িক সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ কর্মীরা৷ বেশ কিছুক্ষণ ধরে চলে গুলির লড়াই। তারপর, পুলিশ নিকেশ করে তাঁকে।
প্রসঙ্গত, মঙ্গলবারের এই ঘটনাকেই বিগত এক দশকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ স্কুল হামলার ঘটনা এবং টেক্সাসের ইতিহাসে এই প্রথম এমন ভয়ংকর ঘটনা ঘটল। খবর সূত্রে জানা গিয়েছে, আহতদের সকলকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা শুরু হয়েছে। তবে, এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সংকটজনক বলে মনে করছেন চিকিৎসকরা। ফলত, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।
এদিনের হামলার সময় স্কুলটিতে প্রায় ৬০০ জন পড়ুয়া উপস্থিত ছিল বলে জানা গিয়েছে। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমেই পৌঁছান এক বর্ডার পেট্রোল এজেন্ট। তিনি একাই ১৮ বছর বয়সী সালভাদোরকে আটকানোর চেষ্টা করেন। অন্যদিকে, এদিন জাপান এবং দক্ষিণ কোরিয়ার সফর সেরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিনের ঘটনার শোক প্রকাশ করে তিনি বলেন, “আগামী ২৮ মে পর্যন্ত পতাকা অর্ধনমিত করে রাখা হবে মৃতদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। দেশে আগ্নেয়াস্ত্র রাখার নিয়মে আরও কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে এবার।”
মঙ্গলবার এই ঘটনার পর টেক্সাসের ওই এলাকার সমস্ত স্কুলগুলি আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এদিনের ঘটনার বিষয়ে একটি ট্যুইট করে জানান, “ঠিক কি ঘটনা হয়েছিল? কি উদ্দেশ্য ছিল ওই ১৮ বছর বয়সী বন্দুকবাজ কিশোরের? আচমকাই স্কুলে ঢুকে কেন এমন ভয়ংকর কাণ্ড ঘটাল সে, আমার কাছে এখনও বিষয়টি স্পষ্ট নয়।”