Bangladesh : সিতরাং এর তান্ডবে তছনছ বাংলাদেশ

আরও পড়ুন

বাংলাদেশের উপকূলে সোমবার রাতে আছড়ে পড়ে সিতরাং। এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ঘর বাড়ির বেশ ক্ষয়-ক্ষতি হয়। সিতরাং-এর প্রভাবে তুমুল ঝড়বৃষ্টি হয় বাংলাদেশে। ঘূর্ণিঝড়ের অবস্থান এখন ঢাকা থেকে ৯০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। এই দুর্যোগে এখনো পর্যন্ত নয় জনের প্রাণহানি হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, গতকাল সন্ধের পর থেকেই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে। সোমবার রাত নটা নাগাদ চট্টগ্রাম ও বরিশালের বেশ কিছু জায়গায় তুমুল ঝড়বৃষ্টি সহ ঘূর্ণিঝড়ের তান্ডব চলতে থাকে। এই প্রাকৃতিক দুর্যোগের কারনে কুমিল্লায় ৩ জন, ভোলায় ২ জন, সিরাজগঞ্জে ২ জন নড়াইল ও বরগুনায় ১ জন করে মোট নয় জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। উদ্ধারকাজের জন্য মোতায়েন করা হয়েছে প্রতিরক্ষা বাহিনীকে।

উপকূলের ১৫টি জেলার নদ–নদীর জলস্তর স্বাভাবিকের থেকে ৩ থেকে ৫ ফুট বেশি। সংবাদমাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী, রাস্তাঘাটের সর্বত্র গাছ উপড়ে পড়েছে। গতকাল রাতে দুই বাইক আরোহীর ওপর গাছ ভেঙে পড়ে। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে মৃত্যু হয় একজনের। বরগুনা জেলায় একটি বাড়ির উপর গাছ ভেঙে পড়ে। সেই সময় চাপা পড়ে ঘরে থাকা আমিনা খাতুন নামের এক বৃদ্ধার মৃত্যু হয়। তাছাড়া বহু জায়গায় বাড়ির দেওয়াল ভেঙে আহত হয়েছেন অনেকেই।

ঘূর্ণিঝড় সিতরাং-এর প্রভাব বেশি পড়েছে বাংলাদেশের ১৩টি জেলায়। ঘূর্ণিঝড় অতিক্রম করার সময় উপকূলবর্তী এলাকায় ঝড়ের বেগ ছিল ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার। বরিশাল, চট্টগ্রাম ও কক্সবাজার বিমানবন্দরে সোমবার বিকেল থেকে বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। বন্ধ রাখা হয় ফেরি ও নৌকো চলাচল। বেশির ভাগ এলাকা এখনও বিদ্যুৎবিচ্ছিন্ন।

ব্যুরো নিউজ, ঢাকা, বাংলাদেশ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close