ব্রিটেনের মসনদে ভারতীয় বংশদূত ঋষি সুনক, নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন। ভারতীয় সময় সোমবার সন্ধ্যায় ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঋষি সুনকের নাম ঘোষণা করা হয় । ব্রিটেনের মসনদে ব্রিটেনের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ঋষি সুনক ।
আগামী ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। রবিবার টুইট করে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সংকটের মোকাবিলা করবে বলেও জানিয়েছিলেন তিনি। বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্র একটি মহান দেশ কিন্তু আমরা একটি গভীর অর্থনৈতিক সংকটের সম্মুখীন। এই কারণেই আমি কনজারভেটিভ পার্টির নেতা ও পরবর্তী প্রধানমন্ত্রী হতে দাঁড়িয়েছি। আমি আমাদের অর্থনীতিকে ঠিক করতে চাই। আমাদের পার্টিকে একত্রিত করতে চাই।’
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার ৪৫ দিনের মাথায় পদ ছেড়ে দেন লিজ ট্রাস। ব্রিটেনে দেখা দেয় রাজনৈতিক সংকট। সেই থেকেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ভাসতে থাকে ঋষির নাম। তবে সুনকের সঙ্গে এই লড়াইয়ে ছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন। কিন্তু গতকাল রাতেই জানা যায় তিনি লড়াই থেকে সরে দাঁড়ানোর পরই স্পষ্ট হয়ে যায় যে ব্রিটেনের প্রাক্তন অর্থমন্ত্রীই হচ্ছেন নতুন প্রধানমন্ত্রী।
গতকালই ঋষি জানিয়েছিলেন যে, তাঁর সঙ্গে রয়েছে ১০০-এর বেশি সাংসদের সমর্থন রয়েছে। সংবাদমাধ্যম সূত্রের খবর, টোরি সাংসদদের মধ্যে ১৯১ জনের সমর্থন পেয়েছেন ঋষি। মাস দেড়েক আগে লিজ ট্রাসের কাছে হেরে গেলেও সাংসদদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিলেন ভারতীয় বংশদূত ঋষি সুনক। এবারের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তাঁকেই এগিয়ে দিয়েছেন সেই সাংসদদের সমর্থন।
সাম্প্রতিক অর্থনৈতিক সংকটের মধ্যেই রাজনৈতিক ডামাডোল চলছিল ব্রিটেনে। যার জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে সরতে হয়েছিল বরিসকে। তারপর প্রধানমন্ত্রী হন লিজ। কিন্তু প্রধানমন্ত্রী পদে বেশিদিন স্থায়ী হতে পারেননি তিনি। গত ৭ মাসে এই নিয়ে তিনজন প্রধানমন্ত্রী পেল ব্রিটেন। তবে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক হওয়ায় খুশি সকল ভারতবাসী।
ব্যুরো নিউজ, ব্রিটেন।