শুক্রবার মর্মান্তিক এক বাস দুর্ঘটনার স্বাক্ষী থাকল বাংলাদেশ। মাইক্রোবাসের সঙ্গে ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে মৃত্যু হয় ১১ জন যাত্রীর। গুরুতর জখম অবস্থায় আহত হয় দু’জন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের মিরসরাইয়ে। এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়ায় চট্টগ্রাম জুড়ে। স্থানীয়রা কোনোমতে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনাস্থলে খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছয় পুলিশ-সহ বিশাল দমকলবাহিনী।
পুলিশি সূত্রে খবর, মৃত ওই পর্যটকেরা মাইক্রোবাসে চেপে খইয়াছরা ঝর্ণা দেখতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় মর্মান্তিক এই দুর্ঘটনার কবলে পড়েন তারা। মৃতরা প্রত্যেকেই হাটহাজারী এলাকার বাসিন্দা। পুলিশ মৃতদের পরিবারে খবর দেওয়ার চেষ্টা চালাচ্ছে। পুলিশ মৃতদেহগুলিকে ময়না তদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে।
টাইমস ফোর্টিন ব্যুরো, চট্টগ্রাম, বাংলাদেশ।