Madrid (Spain): পশ্চিমবাংলায় স্প্যানিশ ভাষার শেখানোর আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন

এরাজ্যের ছেলেমেয়েদের স্প্যানিশ ভাষা শেখার জন্য রাজ্যে একটি উৎকর্ষ কেন্দ্র তৈরি করার উদ্যোগ নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরের দ্বিতীয় দিনে আজ, বৃহস্পতিবার মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে সঙ্গে নিয়ে তিনি এবিষয়ে স্পেন সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।পরে মুখ্যমন্ত্রী জানান, বিদেশে পড়াশোনা করার জন্য ছেলেমেয়েদের বিভিন্ন ভাষা শেখার আগ্রহ বাড়ছে। তাই রাজ্যে স্প্যানিশ ভাষা শেখার একটি উৎকর্ষকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের শিল্প বাণিজ্য সচিব বন্দনা যাদব প্রমুখ। মুখ্য সচিব জানিয়েছেন, রাজ্যের কলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বের প্রথম সারির বিশ্ববিদ্যালয় রয়েছে।পাশাপাশি সেন্ট জেভিয়ার্স, সিস্টার নিবেদিতার মতো অনেক নামী বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। তাদের সঙ্গে চুক্তি করে স্প্যানিশ ভাষা শেখার কেন্দ্র গড়ে তোলার জন্য স্পেন সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে এই ভাষা শেখানোর জন্য শিক্ষকদের একটি দলকেও এদেশে এসে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে অনুরোধ করেছেন মুখ্য সচিব। আসন্ন ২১-২২ নভেম্বর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে সেদেশের সরকারের একটি প্রতিনিধি দল যেনও উপস্থিত থাকেন তার জন্য জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে।

টাইমস ফোর্টিন ব্যুরো, মাদ্রিদ, স্পেন।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close