আবারও উত্তাল শ্রীলঙ্কা। রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসের (Gotabaya Rajapaksa) ইস্তফার দাবিতে রাজধানী কলম্বোতে তাঁর সরকারি বাসভবন ঘিরে ফেলেছেন কয়েক হাজার সাধারণ মানুষ। দাবি একটাই, রাজপাকসেকে গ্রেফতার করতে হবে।
সূত্রের খবর, ক্ষুব্ধ জনতার এই দাবিতে এমনই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে কারণে রাষ্ট্রপতিভবন থেকে রাজপাকসেকে পালাতে হয়েছে। শ্রীলঙ্কার স্বরাষ্ট্রমন্ত্রককে উদ্ধৃত করে জানিয়েছে, রাজাপাকসেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রতিবাদী জনতাকে নিয়ন্ত্রণ করতে কলম্বো শহরে রাষ্ট্রপতি ভবনের সামনে শুন্যে কয়েক রাউন্ড গুলিও চালিয়েছে শ্রীলঙ্কার সেনাবাহিনী। দফায় দফায় চালানো হচ্ছে জলকামান। ভারতীয় সময় দুপুর দেড়টা পর্যন্ত খবর, তার পরেও জমায়েত আলগা করা যায়নি। বরং প্রতিবাদীদের উপর গুলি চালানো হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়তে আরও ভিড় বাড়ছে কলম্বো শহরের প্রাণকেন্দ্রে।
গত কয়েক মাস ধরেই শ্রীলঙ্কায় তীব্র খাদ্য সংকট তৈরি হয়েছে। ফুরিয়ে গিয়েছে জ্বালানিও। ফলে সারা দেশের যাত্রী পরিবহণ থেকে পণ্য পরিবহণ কার্যত স্তব্ধ। সেইসঙ্গে পণ্য আমদানিও বন্ধ করে দিয়েছে শ্রীলঙ্কা সরকার। সব মিলিয়ে দ্বীপরাষ্ট্রটিতে যেন দুর্ভিক্ষের পরিস্থিতি। এমতাবস্তায় শ্রীলঙ্কার জনতার ক্ষোভ আছড়ে পড়ল রাজাপাকসের দুয়ারে। যে কারনে তাঁকে রাষ্ট্রপতি ভবন ছেড়ে পালাতে হল। অধিকাংশেরই বক্তব্য-সরকারি সম্পত্তি ধ্বংস করে বা কাউকে গ্রেফতার করে নয়,এই মুহূর্তে দ্রুত প্রয়োজন, দেশে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ সুনিশ্চিত করা, তবেই শান্তি ফিরতে পারে দীপ রাষ্ট্রটিতে।