Pakistan : বন্ধুকবাজের হামলায় গুলিবিদ্ধ ইমরান খান

আরও পড়ুন

প্রাক্তন পাক প্রধান মন্ত্রী ইমরান খানের মিছিলে চলল গুলি। গুলিবিদ্ধ হয়েছেন স্বয়ং ইমরান খান। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় প্র্স্কাটন প্রধান মন্ত্রী ছাড়াও আহত হয়েছেন প্রায় ১৫ জন। ঘটনাস্থল থেকে ওই বন্ধুকবাজকে গ্রেফতার করা হয়েছে বলেও খবর।

উল্লেখ্য, বৃহস্পতিবার ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের ‘রিয়াল ফ্রিডম’ মিছিল চলছিল। হুড খোলা গাড়িতে ছিলেন দলের নেতা ইমরান। ওয়াজিরাবাদের জাফর আলি চকের কাছে আচমকাই গুলি চলে। পিটিআই প্রধানের গাড়িকে লক্ষ্য করে এলোপাথাড়িভাবে গুলি চালানো হয়। সেই সময় গুলিবিদ্ধ হন ইমরান খান। তাঁর ডান পায়ে কমপক্ষে ৪-৫টি গুলি লেগেছে বলে জানা গেছে। সঙ্গে সঙ্গে তাঁর পায়ে ব্যান্ডেজ বেঁধে গাড়িতে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় লাহোরে। সেখানেই তাঁর চিকিৎসা শুরু হয়।

বৃহস্পতিবার এই মিছিলে আরও এক নেতার মৃত্যু হয়। সঙ্গে আহত হয় আরও অনেক নেতা-মন্ত্রীরা।

ফোর্টিন টাইমলাইন, ইসলামাবাদ, পাকিস্তান।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close