পুরনো শত্রুতাতেই কি কানাডায় কার্তিক খুন?তদন্তে পুলিশ

কানাডায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো একুশ বছরের এক ভারতীয় ছাত্রের। মৃত ছাত্রটির নাম কার্তিক বাসুদেব।

আরও পড়ুন

কানাডায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো একুশ বছরের এক ভারতীয় ছাত্রের। মৃত ছাত্রটির নাম কার্তিক বাসুদেব। টরোন্টোর সেনেকা কলেজের ফার্স্ট সেমিস্টারের ছাত্র কার্তিক। তার বাড়ি উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। কানাডার টরোন্টোর শেরবর্ন সাবওয়ে স্টেশনের প্রবেশ পথে এক মর্মান্তিক দুর্ঘটনায় কার্তিকের মৃত্যু হয়।
খবর সূত্রে জানা গিয়েছে, বিকাল পাঁচটা নাগাদ টরোন্টোর স্টেশনটিতে কার্তিককে লক্ষ্য করে কয়েকবার গুলি চালানো হলে সে গুলিবিদ্ধ হয়। এরপর, তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়া হলে, হাসপাতাল থেকে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। টরন্টোর পুলিশ সূত্র থেকে অনুমান করা হচ্ছে যে, ডাকাতির জন্যেই তার উপর গুলি চালানো হয়েছে। এখনও পর্যন্ত হত্যাকারীদের আটক করা না হলেও পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। সঙ্গে স্টেশনের ক্যামেরার ফুটেজের সন্ধান চলছে
ভারতের কনস্যুলেট জেনারেল এই ঘটনার প্রতি শোক প্রকাশ করে জানিয়েছেন “বৃহস্পতিবার টরোন্টোতে গুলি চালানোর ঘটনায় ভারতীয় ছাত্র কার্তিক বাসুদেবের হত্যাকাণ্ডে আমরা খুবই দুঃখিত। আমরা বাসুদেবের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি , তাঁদের হাতে বাসুদেবের মৃতদেহ তুলে দেওয়ার জন্য আমরা সব রকম সাহায্য করবো”। এছাড়াও টরোন্টোর সেনেকা কলেজ থেকেও কার্তিকের জন্য শোকপ্রকাশ করা হয়। কে বা কারা কিসের জন্য তাঁকে হত্যা করেছে তা খুঁজে বার করার চেষ্টা করছেন টরোন্টোর পুলিশ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close