বৃহস্পতিবার বিকেলে কাবুলের একটি স্কুলে বক্তৃতা দেওয়ার সময় আত্মঘাতী হামলায় প্রাণ হারাল তালিবানের সর্বোচ্চ পর্যায়ের ধর্মীয় নেতা রহিমুল্লা হাক্কানি। স্কুলের একটি অনুষ্ঠানে রহিমুল্লা হাক্কানির বক্তৃতা দেওয়ার সময় ঘটে এই দুর্ঘটনা।
সূত্রের খবর, এক ব্যক্তি কৃত্রিম পায়ের ভিতরে বিস্ফোরক লুকিয়ে এনে স্কুলে হামলা চালায়। এই বিস্ফোরণে রীতিমতো কেঁপে ওঠে এলাকার চারপাশ। আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে মৃত্যু হয় তালিবান ধর্মগুরুর। তালিবান এই ধর্মগুরুর মৃত্যু সংবাদ ঘোষণা করেছেন আইসিসের মুখপাত্র বিলাল করিম। এই মৃত্যু আফগানিস্তানের জন্য খুব বড় ক্ষতি হবে বলে জানিয়েছে তালিবান।
টাইমস ফোর্টিন ব্যুরো, কাবুল, আফগানিস্তান।