Kabul: ফের বিস্ফোরণে কাঁপলো আফগান রাজধানী

আরও পড়ুন

বিকট শব্দে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। প্রসঙ্গত, কাবুল গত বছরই তালিবানদের দখলে আসে। ফলে, শিখ ধর্মাবলম্বীরারা সেদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়। তবে তালিবানরা তাদের আশ্বাস দিয়েছিলেন, তারা শিখদের কোনওরকম ক্ষতি করবে না। তারপরও শিখদের ওপর হামলার ঘটনা ঘটেছে বহুবার। আবারও হামলা হল শিখদের ধর্মীয় স্থান গুরুদ্বারে।

গত ১১ জুনের পর ফের কেঁপে উঠল কাবুল। বিস্ফোরণের আতঙ্ক ছড়ালো আফগানিস্তানে। শনিবার সকালে জোড়া বিস্ফোরণ ঘটল কাবুলের গুরুদ্বারে। বিস্ফোরণের সঙ্গে গুলিও চলে সেখানে। সূত্রের খবর, গুরুদ্বারে বিস্ফোরণের সময় সেখানে ১৬ জন উপস্থিত ছিলেন। এই ঘটনার ফলে অনেকেরই মৃত্যু হয়েছে। কিন্তু, তার সঠিক তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। পাশাপাশি, গুরুদ্বারে অনেকজনকে বন্দি করেও রাখা হয়েছে।

সংবাদ সংস্থার খবর, দুষ্কৃতীরা গুরুদ্বারের নিরাপত্তারক্ষীকে খুন করে সেখানে প্রবেশ করে। হামলাকারীদের জীবিত পাকড়াও করতে সরব হয়েছেন তালিবান সেনারা। তাদের মধ্যে আবার তিন জন আহত বলেও জানা গেছে।
অস্থিরতার মধ্যে আতঙ্কে রয়েছেন সে দেশে বসবাসকারী শিখ সম্প্রদায়ের মানুষ।

ব্যুরো নিউজ, টাইমস ফোর্টিন বাংলা

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close