বন্ধুকবাজের হামলা আমাদের দেশে কোনও নতুন ব্যাপার নয়। প্রায়শই ঘটতে থাকে। ঠিক তেমনই আমেরিকায় বন্দুকবাজের হামলাও নতুন নয়। তা অবশ্য গত কয়েকদিনের থেকে বেড়েছে। কখনও প্রকাশ্য রাস্তায়, কখনও বা ব্যস্ত মেট্রো স্টেশনে আচমকা বন্দুকবাজের হামলায় প্রাণ হারিয়েছেন অনেকেই। এইসব ঘটনা ঘটলেও তবে স্কুলে একসঙ্গে কয়েকটি বাচ্চাকে মারার ঘটনা অনেকদিন পর শোনা গেল। ফলস্বরূপ, গোটা দেশেই শোকের ছায়া। বাচ্চাদের স্কুলে এমন হামলার পরও কেন এখনও স্তব্ধ হয়ে রয়েছে হোয়াইট হাউস? এখন হোয়াইট হাউস কী পদক্ষেপ করে সেটাই এখন দেখার।
মঙ্গলবার রব এলিমেন্টারি স্কুলে এক বন্ধুকে নিয়ে হামলা চালায় এক ১৮ বছরের যুবক। এই ঘটনাটি আমেরিকার সাম্প্রতিক সময়ের সবচেয়ে নৃশংস হামলাটা। যুবকটি বাচ্চাদের স্কুল অর্থাৎ রব এলিমেন্টারি স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়ে ২১ জনকে খুন করেছে। জানা গেছে, মৃতদের মধ্যে ১৬ জনই শিশু।
এই হামলার ফলে নিজের ধৈর্য ধরে রাখতে পারলেন না মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
কমলা হ্যারিস টুইট করে বলেন,”আজ রাতে টেক্সাসে, এমন বাবা-মা আছেন যারা সন্তান হারিয়েছেন। আবার অনেক পরিবারগুলো তাদের প্রিয়জনদের হারিয়েছেন। সঙ্গে আহতও হয়েছেন অনেকেই। একটি জাতি হিসাবে, আমাদের মধ্যে অবশ্যই এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সাহস থাকতে হবে এবং এরকম ঘটনা যাতে আর না ঘটে তাতে প্রতিবাদে সরব হতে হবে। অনেক হয়েছে। আর নয়। বারবার এভাবে আমাদের হৃদয় ক্ষতবিক্ষত হচ্ছে। এভাবে আর চলবে না। প্রকৃত পদক্ষেপ করার সময় এসে গেছে।”
Tonight in Uvalde, Texas, there are parents who lost children. Families who have lost loved ones. And many who have been injured.
As a nation, we must have the courage to take action and prevent this from ever happening again.
— Vice President Kamala Harris (@VP) May 25, 2022