মঙ্গলবার সকালে যাত্রীবাহী বাস ও জ্বালানি ট্যাঙ্কারের মুখোমুখী সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান ২০ জন বাস যাত্রী।মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে লাহোর থেকে ৩৫০ কিলোমিটার দূরে মুলতানে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বিশাল দমকলবাহিনী।
পুলিশি সূত্রে খবর, বাসটি করাচি থেকে লাহোরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। কিন্তু উল্টো দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি পেট্রোল ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ হলে ভয়াবহ আগুনের সম্মুখীন হয় বাসযাত্রীরা।
ঘটনাস্থলে জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ২০ জন বাসযাত্রীর। আহত ৬ জন অগ্নিদগ্ধ যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় মুলতানের নিস্তার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পারভেজ ইলাহী। আহতদের দ্রুত চিকিৎসা পরিষেবা দেওয়ার ব্যাপারে আশ্বাস জুগিয়েছেন তিনি।
টাইমস ফোর্টিন ব্যুরো,পাঞ্জাব, পাকিস্তান।