পাকিস্তানের সিন্ধু প্রদেশে মহরমের মিছিলে বেরিয়ে শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারাল ৬ জন ব্যক্তি। একই সঙ্গে ঘটনাস্থলে অনেকেই জ্ঞান হারিয়ে ফেলে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে।
সংবাদ সূত্রে খবর, রোহরিতে একটি সরু রাস্তা দিয়ে অত্যধিক জনসমাগম নিয়ে মহরমের মিছিল করায় অধিক আদ্রতার কারণে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যায়। সেখানে উপস্থিত একের পর এক জনতা অসুস্থ হতে শুরু করেন। রোহরিতে এমন মর্মান্তিক দুর্ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। প্রাণ বাঁচাতে মানুষ এদিক ওদিক ছুটে পালাতে থাকেন। এই ঘটনায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় ৬ জনের। এছাড়াও গুরুতর অবস্থায় আহত হন অনেকেই।
টাইমস ফোর্টিন ব্যুরো, ইসলামাবাদ, পাকিস্তান।