এবার ভয়াবহ বন্যার শিকার হল পাকিস্তান। হড়পা বানে ভেসে গেছে পাকিস্তানের একের পর এক শহর। এই দুর্যোগে এক মাসে মৃত্যু হয়েছে প্রায় ৫০০ জনেরও বেশি মানুষের। শহরগুলির সমস্ত এলাকা জলমগ্ন হওয়ার কারনে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন হাজার হাজার মানুষ, ক্ষয়ক্ষতি হয়েছে কয়েক হাজার বাড়ির । ভয়ঙ্কর এই বন্যা পরিস্থিতিতে চাষাবাদ প্রায় বন্ধের মুখে। এর ফলে খাদ্য সংকট দেখা দিয়েছে পাকিস্তানে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে দক্ষিণ-পশ্চিমের বালুচিস্তান প্রদেশ। প্রায় ৭০০ কিলোমিটারের বেশি রাস্তা জলে ভেসে গিয়েছে, নিশ্চিহ্ন হয়েছে চাষের জমি। এমন বিপর্যয়ে বিচ্ছিন্ন হয়েছে যোগাযাগ ব্যবস্থা । বিদ্যুতের সমস্যা সৃষ্টি হয়েছে বেশ কিছু এলাকা জুড়ে।
পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দুর্গত এলাকাগুলি পরিদর্শন করছেন। তিনি জানিয়েছেন, গত ৩০ বছরের মধ্যে এবছর সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে পাকিস্তানকে। বন্যা কবলিত এলাকাগুলিতে ত্রাণ শিবির -সহ দুর্গতদের খাবার ও ওষুধ-পত্র দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেছেন, “বন্যা দুর্গতদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি। তবে বালুচিস্তানের প্রাদেশিক সরকার জানিয়েছে- তাদের আরও তহবিলের প্রয়োজন। সহায়তার জন্য আন্তর্জাতিক সংস্থার কাছে আবেদন জানানো হয়েছে।
টাইমস ফোর্টিন ব্যুরো, ইসলামাবাদ, পাকিস্তান।