বৃহস্পতিবার মৃত্যু হল বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ দৈত্যাকার পান্ডার। ৩৫ বছর বয়সের অ্যান অ্যান নামের ওই পান্ডাটি হংকংয়ের ”ওসিয়ান পার্ক”-এ বসবাস করত। অ্যান অ্যানের জন্ম ১৯৮৬ সালে।
অ্যান অ্যান ও জিয়া জিয়া নামক এই দুই পান্ডাকে চীন সরকারের উপহার স্বরূপ বেজিং থেকে হংকংয়ে পাঠানো হয়। মেয়ে পান্ডা জিয়া জিয়া ১৬ সালে ৩৮ বছর বয়সে মারা যায়।
সংবাদ সূত্রে খবর, ”ওসিয়ান পার্ক”- এ বসবাসকারী মৃত ওই পান্ডাটি গত কয়েক সপ্তাহ ধরে অসুস্থ ছিল। অসুস্থ থাকার কারণে ঠিক মতো খাওয়া দাওয়া না করতে পারায় বৃহস্পতিবার মৃত্যু হয় অ্যান অ্যানের।
অ্যান অ্যানের মৃত্যুতে মন খারাপ সকল পর্যটকদের। কারন, অ্যান অ্যানের বিশেষত্ব ছিল যে সে সমস্ত পর্যটকদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করতে পটু ছিল।
”ওসিয়ান পার্ক”-এর সদস্যরা জানায় অ্যান অ্যান ও জিয়া জিয়ার যত্ন করার সুযোগ পাওয়ায় তারা নিজেদের সৌভাগ্যবান মনে করেছেন। তারা অ্যান অ্যানকে পার্কের একটি অপরিহার্য সদস্য বলে মনে করেছেন।
ব্যুরো নিউজ, হংকং, টাইমস ফোর্টিন বাংলা।