রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের ফলে রাশিয়াকে অনেক নিষেধাজ্ঞার মধ্যে দিয়ে যেতে হয়েছে। রাশিয়ার থেকে জ্বালানি না নেওয়ার ব্যাপারে ইউরোপকে একের পর এক নিষেধ জারি করছেন ইউরোপ নেতা। অন্যদিকে রাশিয়ার জ্বালানি সম্পদের ওপর নির্ভর না করার সিদ্ধান্ত জানিয়েছেন ইউরোপবাসী।
এই খবর পেয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মন্তব্য” ইউরোপই এই সিদ্ধান্ততে সবচেয়ে বড়ো ভুক্তভোগী হবে”। সূত্রের খবর টেলিভিশন এক ভাষণে পুতিন বলেন যে রাশিয়া যে দামে প্রতিবছর জ্বালানি সরবরাহ করে তার অন্য কোনো দেশ বা অঞ্চলের পক্ষে এই মুহূর্তে এত দামে জ্বালানি সরবরাহ করে সম্ভব হবে না। রাশিয়ার জ্বালানির উপর ব্যাপক ভাবে নির্ভরশীল ।
ইউক্রেনে রুশ আগ্রাসনের পর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জানান যে রাশিয়ার জ্বালানির উপর নির্ভরতা কমাতে হবে ইউরোপকে এর ফলে দেশব্যাপী সমস্ত মানুষ সমস্যার ভুক্তভোগী হবে বিশেষ করে পুরো বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। নিঃসন্দেহে সেই প্রভাব হবে খুবই যন্ত্রণাদায়ক। ভাষণে পুতিন এও বলেন যে , রাশিয়া ৪০ শতাংশ জ্বালানি সরবরাহ করে ইউরোপকে। এছাড়া কয়লা ও তেলের উপরেও রাশিয়ার উপর নির্ভরশীল ইউক্রেন। প্রসঙ্গত, ইউক্রেনে সামরিক অভিযানের জেরে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপ।