Russia Ukraine war : ফের ইউক্রেনের উপর রুশ হামলা

আরও পড়ুন

বৃহস্পতিবার রুশ সেনার ক্ষেপণাস্ত্রে প্রাণ হারালো ৫ জ’ন ও গুরুতর আহত হয়েছেন ২৫ জন। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মধ্য ইউক্রেনের ক্রোপেভেনেৎসকি শহরে । রাশিয়ান সেনার ক্ষেপণাস্ত্র হানার মূল লক্ষ্য ছিল ইউক্রেনের জাতীয় উড়ান সংক্রান্ত প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের এয়ার হ্যাঙ্গারগুলি। বিস্ফোরণের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু জায়গা। রাজধানী কিভের বাইরেও ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া, যার ফলে আতঙ্ক তৈরি হয়েছে রাজধানী চত্বরে।

বর্তমানে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম তাপ বিদ্যুৎকেন্দ্র ভুহলেহার্স্ক মেলিটোপল-সহ ডনেৎস্ক ও মিকোলাইভ অঞ্চলে ইউক্রেনের ছ’টি অস্ত্রাগার ধ্বংস করেছে রাশিয়া। আবারও হামলার জন্য খেরশন ও জ়াপোরিজ়িয়াতে আরও সেনা পাঠানো হয়েছে। এই নিয়ে রীতিমতো চিন্তায় পড়েছেন ইউক্রেনবাসী।

টাইমস ফোর্টিন ব্যুরো, কিভ, ইউক্রেইন্।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close