Kiyev: শপিংমলের পর অ্যাপার্টমেন্টে রাশিয়ার মিসাইল হামলা , নিহত ১৮

আরও পড়ুন

কিছুদিন আগে ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে থাকা একটি শপিংমলে হামলা হয়েছিল। সেই হামলা চলেছিল রুশ বাহিনীর তরফ থেকেই। তবে, তাদের দাবি- লক্ষভ্রষ্ট হওয়ার ফলে শপিং মলে মিসাইলটি আঘাত করে। সেই হামলায় মৃত্যু হয়েছিল প্রায় ২০ জনের।

আবারও ইউক্রেনের একটি শপিংমলে আক্রমণ চালালো রাশিয়া। শপিংমলের ওপর থাকা এবার একটি অ্যাপার্টমেন্টে সাধারণ মানুষদের ওপর মিসাইল চালিয়ে হামলা করে রুশ সেনা। মিসাইল চলে শুক্রবার ভোর রাতে ওডেসা অঞ্চলের একটি অ্যাপার্টমেন্টে এবং দু’টি হলিডে ক্যাম্পে। এই ঘটনায় এক শিশু-সহ ১৮ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। অনুমান, এই ঘটনাটিতে মৃতের সংখ্যা ক্রমশ বাড়তে পারে। তবে, অনেকজনকেই সেখান থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন।

সূত্রের খবর, ইউক্রেনের সময়ানুযায়ী শুক্রবার রাত ১ টা নাগাদ ওই অ্যাপার্টমেন্টে মিসাইল চলে। প্রায় ১৫০ জনের মতো মানুষ ওই বহুতলের ইমারত ভবনটিতে ছিলেন। এই ধ্বংসাবশেষে এখনও অনেকজন আটকে রয়েছেন। এখনও চলছে উদ্ধারকাজ।

ব্যুরো নিউজ, কিয়েভ, ইউক্রেন, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close