কার্যত স্বাধীনতার পর প্রথমবার শ্রীলংকায় এরকম এক আর্থিক সংকট দেখা দিয়েছে। এই চরম দুঃসময়ে শুধু আর্থিক দিক থেকেই নয় রাজনৈতিক ও মানসিক দিক থেকেও বিপর্যস্ত হয়েছে।
এই করুণ পরিস্তিতিতে শ্রীলংকার প্রতি মানবিকতার সম্মুখীন হয়েছে ভারত এমন টাই সংবাদ মাধ্যমে জানা গিয়েছে আর তার ফলে প্রচুর প্রশংসাও পাচ্ছে ভারত।
শ্রীলংকার প্রাক্তন ক্রিকেটার সনৎ জয় সূর্য শ্রীলংকাকে সাহায্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রসঙ্গত সনৎ জয় সূর্য ভারতকে “বিগ ব্রাদার” নামে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।
শ্রীলংকার প্রতি ভারতের এই উদার বোধ দেখে তিনি খুশি হয়েছেন। শ্রীলংকার পাশে দাঁড়ানোর ফলে ভারত যে খ্যাতি লাভ করেছে তাতে আর কোনো সন্দেহ নেই।