ঢাকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছিলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। সংবাদ সূত্রে জানা যায় তাদের মধ্যে ১২ মিনিট কথোপকথন হয়। কুশল বিনিময়ের পাশাপাশি আরও অন্যান্য বিষয়ে কথা বলেন তাঁরা।
প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১২এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন জাতিসংঘের মহাসচিব।
প্রধান মন্ত্রী শেখহাসিনা ধন্যবাদ জানান জাতিসংঘ মহাসচিবকে তিনি ঢাকার প্রধানমন্ত্রীকে খাদ্য, জ্বালানি এবং অর্থায়ন বিষয়ে ‘চ্যাম্পিয়নস গ্রুপ অব গ্লোবাল ক্রাইসিস রেসপন্স’ প্লাটফর্মে যোগ দিতে আমন্ত্রণ জানায় এবং শেখ হাসিনা তাঁর আমন্ত্রণকে সম্মান জানিয়ে আনন্দের সঙ্গে গ্রহণ করেন।
পাশাপাশি জানা যায় শেখ হাসিনা সহ ইন্দোনেশিয়া এবং সেনেগালের প্রেসিডেন্ট, বার্বাডোস এবং ডেনমার্ক এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এবং শুধু তাই নয় এঁরা প্রত্যেকে শেখ হাসিনার প্রতি গভীর ভাবে সন্তুষ্টি প্রকাশ করেন।
শেখ হাসিনা এই গ্রুপটির বিষয়ে তাঁর দায়িত্ব-কর্তব্য, আগ্রহ ও আত্মবিশ্বাসের কথা উল্লেখ করেন। তিনি করোনা মহামারীর পর বর্তমান রাশিয়া -ইউক্রেন যুদ্ধের ফলে খাদ্য, জ্বালানি , অর্থনৈতিক বিপর্যস্তের সমস্ত সেক্টরের কথা জানান। শেখ হাসিনা বর্তমান পরিস্থিতির স্থিতিশীল উন্নয়ন ও শান্তিরক্ষার দাবিতে ‘চ্যাম্পিয়ন গ্রুপ অব গ্লোবাল ক্রাইসিস রেসপন্স’ প্লাটফর্মে এই বিষয়ে মহাসচিবকে অনুরোধ জানায়।