রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে, সোমবার পূর্ব ইউক্রেন থেকে অসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার একটি গাড়িতে গোলা বর্ষণে ৩২ বছর বয়সী একজন ফরাসি সাংবাদিক নিহত হন। মৃত সাংবাদিকের নাম ফ্রেডেরিক লেক্লারক-ইমহফ। তিনি বিএফএম টেলিভিশন নিউজ চ্যানেলে কাজ করতেন বলে খবর। ফ্রেডেরিক লেক্লারক-ইমহফ ইউক্রেনে ফরাসি টেলিভিশন চ্যানেলের জন্য তাঁর দ্বিতীয় রিপোর্টিং ট্রিপে ছিলেন।
সোমবার ইউক্রেনে থাকা ফরাসী পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা এই বিষয় সম্পর্কে বলেন, “এই নাটকের পরিস্থিতিতে স্বচ্ছতার সঙ্গে তদন্ত করা হোক। আমি লুগানস্ক সরকারের সঙ্গে কথা বলেছি এবং রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কির কাছে তদন্তের আর্জি জানিয়েছি। তাঁরা আমাকে তাদের সাহায্য ও সমর্থনের আশ্বাস দিয়েছেন।”
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ টুইটারে টুইট করে বলেন, “ফ্রেডেরিক লেক্লারক-ইমহফ যুদ্ধের বাস্তবতা চড়েন, তিনি মারাত্মকভাবে আহত হন।”
Journaliste, Frédéric Leclerc-Imhoff était en Ukraine pour montrer la réalité de la guerre. À bord d’un bus humanitaire, aux côtés de civils contraints de fuir pour échapper aux bombes russes, il a été mortellement touché.
— Emmanuel Macron (@EmmanuelMacron) May 30, 2022
পাশাপাশি, ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেনকোও টুইট করে বলেন: “আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। ইউক্রেনে গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে রাশিয়ার অপরাধের তালিকা ক্রমাগত প্রসারিত হচ্ছে।”
Russian army shells a vehicle which was supposed to evacuate civilians from the war zone near Severodonetsk. A French journalist covering the mission has been killed. We strongly condemn this killing. The list of Russian crimes against media workers in Ukraine keeps expanding.
— Oleg Nikolenko (@OlegNikolenko_) May 30, 2022
ফ্রেডেরিক লেক্লারক-ইমহফের যেই সংবাদ মাধ্যমে কাজ করতেন, তাঁরা বলেন,”এই মর্মান্তিক ঘটনাটি আমাদের সেইসব সাংবাদিকদের বিপদের কথা মনে করিয়ে দেয়, যারা এখন তিন মাসেরও বেশি সময় ধরে রাশিয়া-ইউক্রেন সংঘাত বর্ণনা করার জন্য তাদের জীবনের ঝুঁকি নিয়ে আসছে।”তবে ইউক্রেনের রণাঙ্গনে দাঁড়িয়ে বর্তমানে যুদ্ধের খবর কভার করা যে ক্রমেই দুঃসাধ্য হয়ে উঠছে তা স্বীকার করে নিয়েছেন অনেকেই।