South Africa : ককপিটে গোখরো ! নিরাপদেই রয়েছেন যাত্রীরা

আরও পড়ুন

ককপিটে গোখরো থাকা সত্ত্বেও নিরাপদেই অবতরণ করল বিমান। ককপিটে গোখরো সাপ দেখেও আতঙ্কিত হননি পাইলট। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকায়। পাইলট-সহ যাত্রীরা সুরক্ষিতই রয়েছেন।

সূত্রের খবর, বৃহস্পতিবার পাইলট রুডলফ এরাসমাস একটি ছোট বিমানে চারজন যাত্রীদের নিয়ে ওরসেস্টার থেকে নেলসপ্রুট যাচ্ছিলেন। যাত্রীদের দাবি, তারা বিমান ছাড়ার আগেই বিমানের ভেতরে একটি গোখরো সাপ দেখেন। তারা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করলে সাপটি ককপিটের দিকে চলে যায়। পরে তার দেখা না পাওয়া যাওয়ায় যাত্রীরা ভাবেন সাপটি হয়তো বিমান থেকে বেরিয়ে গিয়েছে।

এবিষয়ে পাইলট এরাসমাস বলেন, বিমান চালাতে চালাতে পায়ে ঠান্ডা কোনও কিছুর স্পর্শ অনুভব করেন তিনি। পরে তিনি সেই গোখরো সাপটির দেখা পান। এরপরই তিনি বিমানটিকে জরুরি অবতরণ করার সিদ্ধান্ত নেন এবং জোহানেসবার্গ বিমানবন্দরে বিমানটিকে অবতরণ করান। তবে যাত্রীরা বিমান থেকে নিরাপদে নেমে এলেও সাপটির খোঁজ মেলেনি। এই ঘটনার জেরে  বিমানচালকের সাহস এবং উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন সকলেই। কিন্তু বিমানটিতে ওই গোখরো সাপ কিভাবে এল তা খতিয়ে দেখা হচ্ছে।

ফোর্টিন টাইমলাইন, দক্ষিণ আফ্রিকা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close