সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পাকিস্তানের পার্লামেন্ট পুনর্বহাল করবার

পাকিস্তানের পার্লামেন্ট পুনর্বহাল করার রায় জানানো হয়েছে।

আরও পড়ুন

পাকিস্তানের ডেপুটি স্পিকার কাসিম সুরির পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে যে রায় দিয়েছিলেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট তা বাতিল বলে ঘোষণা করেন এবং পার্লামেন্ট পুনর্বহাল করার কথা বলেন। টানা চারদিন শুনানির পর পাকিস্তানের হাইকোর্ট এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে শনিবারের অনাস্থা ভোটের আদেশ জারি করেছেন।

Parliament of Pakistan

সভায় উপস্থিত পাকিস্তানের প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়ালের নেতৃত্বে থাকা পাঁচজন সদস্য এই রায় দেন।
প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা ভোটের প্রস্তাব খারিজ করেন ডেপুটি স্পিকার কাসিম সুরি।গত ৩ এপ্রিল তার বিরুদ্ধে এই রায় গ্রহণ করা হয়। পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভী ইমরান খানের পরামর্শে গঠিত হওয়া পার্লামেন্ট ভেঙে দেন। এরপর পাকিস্তানের ডেপুটি স্পিকার কাসিম সুরি প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবটি বাতিল করেছিলেন। তিনি সেই প্রস্তাবে বলেন যে, এটি সংবিধানের সঙ্গে সংঘর্ষ করা হবে।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close