শেষমেশ মুস্তাংয়ের লার্যুং-এর কাছে বিমানের ভাঙা অংশের খোঁজ মিলল। শুরু হয়েছে উদ্ধার কাজ। উদ্ধারকারীরা আশঙ্কা করছে-দুর্ঘটনায় ২২জন যাত্রীর-ই প্রাণ গিয়েছে। তবে উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত পূর্ণাঙ্গ খবর মেলেনি খোঁজ চলছে ‘ব্ল্যাক বক্সের’-ও। আবহাওয়া খারাপ থাকার কারনে উদ্ধারকার্যে ব্যাঘাত ঘটছে। অনুমান করা হচ্ছে বিমানটি পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়েছে!
উলেখ্য, রবিবার সকালে হঠাৎই পোখরা থেকে জমসমে যাওয়ার পথে নেপালের 9N-AET বিমানটি রাডারের বাইরে চলে যায়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৯টা ৫৫ নাগাদ 9N-AET বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মাঝপথেই। বিমানটিকে মুস্তাং জেলার আকাশে শেষবারের মত দেখা গিয়েছিল। তারপরে বাঁক নেয় মাউন্ট ধৌলগিরির দিকে। বিমানবন্দর সূত্রে খবর, ওই বিমানে মোট ১৯ জন যাত্রী ছিলেন এবং ৩ জন বিমানকর্মী। যাত্রীদের মধ্যে ৪ জন ছিলেন ভারতীয়, ৩ জন ছিলেন জাপানি এবং বাকিরা ছিলেন নেপালের বাসিন্দা।
জমসম বিমানবন্দর সূত্রের খবর-ঘাসায় একটি বিকট শব্দ শোনা গেছে বলে খবর মিলেছে। সেই থেকে তদন্তকারীদের অনুমান, বিমানটি পাহাড়ের গায়ে ধাক্কা লেগেই দুর্ঘটনার কবলে পড়ে! তবে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বলে তদন্তকারী অফিসাররা জানান। ইতিম্যেই বিমানের অনুসন্ধানে হেলিকপ্টার পাঠানো হয়েছে।
নেপালের বিশাল পুলিশ ও সেনা বাহিনী উদ্ধারের কাজে নিয়জিত। সেদেশের সেনাসূত্র জানিয়েছে- জঙ্গলের মাঝখান থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। সেই দিকই অনুসন্ধান করে শুরু হয় উদ্ধারকার্য। তবে আবহাওয়া খারাপ থাকার জন্য জঙ্গলে উদ্ধারে সমস্যা হচ্ছে। ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু হয়েছে সেদেশের বিমান বাহিনীর সক্ষমতা নিয়েও।