শুক্রবার সকালে জাপানের প্রাক্তন প্রধান মন্ত্রী শিনজো আবের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বিশ্ব। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম জাপানের নারাতে। সেখানে অনুষ্ঠিত হওয়া একটি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। সেখানে বক্তৃতা দেওয়ার সময় আচমকাই এক ব্যক্তি তাকে উদ্দেশ্য করে গুলি চালায়। শিনজো আবের বুকে গুলি লাগলে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
জাপানি সংবাদ সূত্রে খবর, পশ্চিম জাপানের নারায় একটি জনসভায় বক্তিতা রাখার সময় আততায়ীরা হামলা চালায় তার উপর। গুরুতর আহত অবস্থায় সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীনে ছিলেন তিনি। এর কিছুক্ষণ-এর মধ্যেই কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। শোকের ছায়া নেমে এসেছে জাপানে । প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে আতঙ্কে জাপানবাসী।
এই ঘটনায় জাপানি পুলিশ সন্দেহ ভাজন হিসেবে আটক করেছে এক চল্লিশ বছর বয়সী ব্যক্তিকে। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। তদন্তে খুঁটিয়ে দেখছে জাপান প্রশাসনিক ব্যবস্থা।
ব্যুরো নিউজ , টোকিও, জাপান।