বাংলাদেশের নবনির্মিত সেতুর ওপর প্রথম দিনে বাইক চলাচলের সময় মৃত্যু হল দুই ব্যক্তির। তারা মোটর বাইক চালিয়ে যাওয়ার সময় ভিডিও ফুটেজ সংগ্রহ করছিলেন।রবিবার সকল থেকে সাধারণ মানুষের জন্য যান চলাচল শুরু হয় পদ্মা সেতুতে। যা নিয়ে কৌতুহলের শেষ ছিল না সাধারণ মানুষের মধ্যে। কিন্তু এমন খুশির দিনে উঠে এল মর্মান্তিক এক দুর্ঘটনার খবর। মৃত ওই দুই যুবকের নাম মহম্মদ আলমগীর হোসেন ও মহম্মদ ফজলু। যার ফলে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করা হ’ল পদ্মা সেতুতে বাইক চলাচল। রবিবার সন্ধ্যায় পদ্মা সেতুকর্তৃপক্ষের পক্ষ থেকে এমনই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
পুলিশি সূত্রে খবর, দুই যুবক সেতুতে যাবার সময় মোবাইল দিয়ে ভিডিও করতে করতে যাচ্ছিল। তখন তারা দুর্ঘটনার কবলে পরে। সেতুর ২৭ এবং ২৮ নম্বর পিলারের মধ্যে দুর্ঘটনাটি ঘটে বলে খবর। গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকেরা তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। এমন খবর পেয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
ব্যুরো নিউজ, ঢাকা (বাংলাদেশ) টাইমস ফোর্টিন বাংলা।