রাত পোহালেই আস্থা ভোট ,তার আগে আস্থা ভোটে ভাগ্যনির্ধারণের আগে পুনরায় জাতির উদ্দেশে ভাষণ দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ টিভিতে সম্প্রচারিত ভাষণে যুবসমাজকে উদ্বুদ্ধ করার পাশাপাশি বিরোধীদের বিরুদ্ধে আবারও চক্রান্তের অভিযোগ দাঁড় করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর সরকারকে উৎখাত করতে ছাগলের মতো রাজনীতিবিদদের কেনাকাটা চলছে বলেও অভিযোগ করলেন তিনি।
শনিবার নাগরিকদের সঙ্গে সরাসরি কথা বলার সিদ্ধান্ত নেন ইমরান। লাইভ সম্প্রচারেই তাঁদের ফোন কল নিতে চান বলেও জানান পাক-প্রধানমন্ত্রী। তার আগে নাগরিকদের উদ্দেশে কিছু কথা বলতে চেয়ে ইমরান বলেন, ‘‘পাকিস্তান এখন সঙ্কটময় পরিস্থিতিতে দাঁড়িয়ে। এই যুদ্ধ দেশের ভবিষৎ-প্রশ্নের লড়াই। এখন তাদের সামনে দুটি পথ খোলা আছে । তাদের স্থির করতে হবে, আমরা কি ধ্বংসের পথে যেতে চাই না কি গর্বের পথে? ভগবান আমাদের গর্বের পথ বাতলে দিয়েছেন। ওই পথই আমাদের জন্য ভাল। ওই পথেই দেশে বিপ্লব এসেছিল।’’
এর পর দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ইমরান বলেন, ‘‘আমাদের সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। এখন এটা প্রমাণিত যে, সরকার উপড়ে ফেলতে রাজনীতিকদের গরু-ছাগলের মতো কেনা চলছে। এমন ঘৃণ্য ষড়যন্ত্রকে বৈদেশিক চক্রান্তের আখ্যা দিয়েছেন ‘কাপ্তান’ । পাশাপাশি মীর সাদিক চক্রান্তকারীদের সাহায্য করছেন বলেও মন্তব্য করেছেন ইমরান।’’ প্রধানমন্ত্রীর আরও সংযোজন, ‘‘ইতিহাস কিছুই ভোলে না। পাকিস্তানের ইতিহাসও এই বিশ্বাসঘাতকদের কোনও দিন ভুলবে না।’’ তবে কি বিশ্বকাপ জয়ী ইমরান অবশেষে অসহায়ের মতো আত্মসমর্পণ করতে চলেছেন! বিশ্বময় চর্চা চলছে। ব্যুরো নিউজ।