Uttar Dinajpur : বাস ও লড়ির মুখোমুখি সংঘর্ষে উত্তাল হেমতাবাদ

আরও পড়ুন

বেসরকারি বাস ও লড়ির মুখোমুখি সংঘর্ষে আহত প্রায় ২০ জন। ঘটনাটি ঘটেছে হেমতাবাদ থানার বাঙ্গালবাড়ি মোড় এলাকায়। আহতদের রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। এই ঘটনায় বাস ও লড়ির চালক দুজনেই গুরুতর আহত হয়েছেন। ঘাতক লড়ি ও বাসটিকে আটক করেছে হেমতাবাদ থানার পুলিশ।

সূত্রের খবর, রায়গঞ্জ থেকে বালুরঘাট যাচ্ছিল একটি যাত্রী বোঝাই বেসরকারি বাস। হেমতাবাদ থানার বাঙ্গালবাড়ি এলাকায় বাসটি পৌছলে উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি লড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে আহত হন প্রায় ২০ জন যাত্রী। এই ঘটনাটি জানাজানি হতেই বাঙ্গালবাড়ি মোড় এলাকায় ছুটে আসেন বহু মানুষ। এই ঘটনায় বাঙ্গালবাড়ি এলাকায় ব্যাপক যানযটের সৃষ্টি হয়। পাশাপাশি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছে হেমতাবাদ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা ও পুলিশ আহতদের তড়িঘড়ি হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায় । কয়েকজনের অবস্থা আশংকাজনক থাকায় তাদেরকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর থেকে পলাতক বাস ও লড়ির চালক। ঘাতক দুটি গাড়িকে আটক করেছে হেমতাবাদ থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close