Uttar Dinajpur : অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদান ঠাকুর পঞ্চানন বর্মা সেবা সমিতিকে

আরও পড়ুন

আজ রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির কার্যালয়ে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দফতরের রাষ্ট্রমন্ত্রী সত্যজিৎ বর্মনের বিধায়ক তহবিলের অর্থানুকুলে ঠাকুর পঞ্চানন বর্মা সেবা সমিতিকে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদান করা হয়।

সূত্রের খবর, সত্যজিৎ বর্মন শিক্ষা প্রতিমন্ত্রীর পাশাপাশি হেমতাবাদ বিধানসভার বিধায়ক ও রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আজকের এই অনুষ্ঠানে সত্যজিৎ বর্মন ছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি ছিতা টুডু, সহকারি সভাপতি মানস ঘোষ, রায়গঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভজিৎ মন্ডল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই সম্পর্কে সত্যজিৎ বর্মন বলেছেন রাজবংশী সমাজের কল্যানার্থে এই সংগঠন প্রচুর কাজ করে থাকেন। তাই তিনি তাদের হাতে তুলে দিলেন জীবন রক্ষাকারী এই অ্যাম্বুলেন্সটি।

জানা গিয়েছে, এদিন রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির কাছে অত্যন্ত গর্বের দিন বলে জানান রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মানস ঘোষ। তিনি আরও বলেন, রাজ্যের মধ্যে সম্ভবত প্রথম এই পঞ্চায়েত সমিতির সেশ পুল, অ্যাম্বুলেন্স, শববাহি গাড়ি, ময়লা ফেলার ডাস্টবিন এমনকি জল ট্যাংকি আছে যাতে করে এই পরিষেবা গুলি রায়গঞ্জ ব্লকের প্রতি টি অঞ্চলের বাসিন্দা রা পেতে পারে।

সর্বপরি সকলের উপস্থিতিতে অ্যাম্বুলেন্সটির চাবি সত্যজিৎ বর্মন, ছিতা টুডু, মানস ঘোষ, রায়গঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভজিৎ মণ্ডল তুলে দেন সংগঠনের সম্পাদক শ্যামাপদ রায় এর হাতে।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close