‘শিক্ষাগত যোগ্যতার থেকেও শক্তিশালী হয় অভিজ্ঞতা’, ৭২ সাংসদকে বিদায় জানিয়েও ফিরে আসার বার্তা দিলেন প্রধানমন্ত্রী

PM Narendra Modi Bids Farewell to 72 Rajya Sabha Members

0
104
PM Narendra Modi

নয়া দিল্লি: বাজেট অধিবেশনের মাঝেই রাজ্যসভা (Rajya Sabha) থেকে অবসর নিলেন ৭২ জন সদস্য। বৃহস্পতিবার সংসদে তাঁদের বিদায়ী সম্ভাষণ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন তিনি বলেন, “অভিজ্ঞতার আলাদাই গুরুত্ব রয়েছে। যেকোনও সমস্যার সহজ সমাধান দেওয়ার ক্ষেত্রে এই অভিজ্ঞতাই কাজ করে। অভিজ্ঞ ব্যক্তিদের নেতৃত্বেই ভুলভ্রান্তি যথাসম্ভব এড়ানো যায়। অভিজ্ঞ সহকর্মীরা রাজ্যসভা থেকে চলে যাওয়ায়, শুধু সংসদই নয়, গোটা দেশই অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে।”

PM bids farewell to Rajya Sabha members

রাজ্যসভা থেকে সাংসদদের অবসর গ্রহণ নিয়ে আগেই অনুষ্ঠানসূচি পরিকল্পনা করা ছিল। রাজ্যসভায় প্রধানমন্ত্রীর সম্ভাষণের পর সকল সাংসদদের সঙ্গে ছবি তোলা হয়। রাতে সাংসদদের জন্য বিশেষ নৈশভোজের আয়োজনও করা হয়েছে। রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুর বাড়িতে এই নৈশভোজের আয়োজন করা হয়েছে। সেখানে সাংসদদের স্মারক দেওয়া হবে। এদের মধ্যে ১৯ জন সাংসদ আগেই অবসর নিয়েছিলেন, কিন্তু সেই সময় স্মারক গ্রহণ করতে পারেননি