Simla : সাতসকালে খাদে স্কুল বাস, নিহত ১৬

আরও পড়ুন

সোমবার সকালে কুলুতে স্কুল বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১৬ জন৷ নিহত হয়েছেন অনেকেই। নিহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, নিওলি-সামশের রাস্তা ধরে কুলু থেকে সায়ঞ্জের দিকে যাচ্ছিল বাসটি। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে যায় বাসটি। বাসে অন্তত ৪০ জন পড়ুয়া ছিল বলেই খবর। কুলু জেলা পুলিশের ডেপুটি কমিশনার আশুতোষ গর্গ জানান, জংলা নামের একটি গ্রামের কাছে বাসটি খাদে পড়ে যায়। বেশিরভাগই এক সন্তানের পরিবারের ছেলে-মেয়েরা স্কুল বাসে চেপেই বাড়ি ফিরত। হতভাগা পড়ুয়াদের পাশাপাশি গুরুতর আহত বিদ্যার্থীদের চিকিৎসা চলছে জোর কদমে। তবে সাতজনের আঘাত গুরুতর।

ব্যুরো নিউজ, টাইমস ফোর্টিন বাংলা, কুলু , হিমাচলপ্রদেশ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close