বাতিল করা হলেও এখনও বৈধ থাকবে ২০০০ টাকার নোট

আরও পড়ুন

শুক্রবার RBI (রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া)-এর মতে বাতিল করা হয় ২০০০ টাকার নোট। তবে বাতিল হলেও বাজারে এখনও বৈধ থাকবে এই নোট। সোমবার RBI-এর গভর্নর শক্তিকান্ত দাস এমন নির্দেশ দেন। তার নির্দেশে মতো সব দোকানদাররাই এই নোট গ্রহণ করতে পারবেন। কেউই এই নোট গ্রহণ করতে অস্বীকার করতে পারেন না।

উল্লেখ্য, RBI-এর ঘোষণা অনুযায়ী শুক্রবার ২০০০ টাকার নোট বাতিল করা হয়। যার জেরে দেশজুড়ে হইচই পড়ে যায়। ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২০০০ টাকার সমস্ত নোটগুলি রিজার্ভ ব্যাঙ্কে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। তবে, এখনও সময় আছে, কোনও তাড়াহুড়োর মধ্যে টাকা জমা দেওয়ার কথা না বলেছেন আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস। সোমবার তিনি আরও জানান, এখনও বৈধ থাকবে এই ২০০০ টাকার নোট।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close