ভরসন্ধেয় ভেঙে পড়ল বহুতল বাড়ি। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের(Uttar pradesh) লখনউয়ের(Lucknow) ওয়াজির হাসান রোড এলাকার একটি বাড়িতে। মঙ্গলবার সন্ধেয় এমন মর্মান্তিক ঘটনায় নিহত ৩ জন। আহত আরও বেশ কয়েক জন।
সূত্রের খবর, ওয়াজির হাসান রোড এলাকার ওই বহুতল বাড়িটিতে বেশ কিছু পরিবার একসঙ্গে বসবাস করতেন। আচমকাই ভেঙে পড়ে ওই বাড়িটি। কেউ কিছু না বোঝার আগেই এমন ঘটনাটি ঘটেছে। এর জেরে চাপা পড়ে যান ওই বহুতল বাড়ির বাসিন্দারা। এই ঘটনার খবর চাউর হতেই দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। ঘটনাস্থলে এসে পৌঁছয় এনডিআরএফ এবং দমকলবাহিনী। এরপর একের পর এক বাসিন্দাকে বার করে সেখান থেকে হাসপাতালে পাঠানো হয়। তিন জনকে দেখে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। উত্তরপ্রদেশের সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশের মুখপাত্র আব্বাস হায়দার তার সপরিবারে ওই বহুতলেই থাকতেন। তিনি এখনও চাপা পড়ে আছেন বলে খবর সূত্রে।
ফোর্টিন টাইমলাইন, লখনৌ, উত্তর প্রদেশ।