বেআইনি কয়লা খাদানে ধসে নিহত হলেন ৩ জন। শুক্রবার ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের ধানবাদের ভোওরা কয়লাখনি এলাকায়। ধস হওয়ায় ওই খাদানে অনেকেই আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। চলছে উদ্ধার কাজও। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
সূত্রের খবর, শুক্রবার সকালে ভোওরা কোলিয়ারী এলাকায় ধস নামে। জায়গাটি ধানবাদ থেকে মাত্র ২১ কিলোমিটার দূরে। এক প্রত্যক্ষদর্শীর দাবি, বহু গ্রামবাসী বেআইনি খাদানে কয়লা উত্তোলনের কাজ করেন। তিনি বলেন, ধসের পর ওই খাদানের ভিতর থেকে ৩ জনের দেহ বার করা হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। উদ্ধার কাজ চালু রয়েছে। আর কেউ ওই খাদানে আটকে রয়েছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
ফোর্টিন টাইমলাইন, ধানবাদ, ঝাড়খন্ড।