Jabbalpur : অফিসারের বাড়িতে ৩০০ কোটির সম্পত্তির হদিশ

আরও পড়ুন

Route transport officer (আরটিও) আর টি অফিসারের বাড়ি থেকে ৩০০ কোটি টাকার সম্পত্তির হদিশ মিলল। তার আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পত্তির খোঁজ পাওয়ায় জব্বলপুরের ওই অফিসার সন্তোষ পালের বাড়িতে অভিযান চালান ইকনমিক অফেন্সেস উইং (EOW)-এর আধিকারিকেরা।

সূত্রের খবর, সন্তোষ পাল আরটিও-র আধিকারিক। তার স্ত্রী রেখা পাল ওই অফিসে করণিকের কাজ করেন। তার তিনটি বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ১৬ লক্ষ টাকা এবং প্রচুর গয়না উদ্ধার করেন ইওডব্লিউ আধিকারিকরা। গত দু’বছর ধরেই তার গতিবিধির ওপর নজর রেখেছিলেন আধিকারিকেরা। সন্তোষবাবুর মাসিক বেতন ৬৫ হাজার টাকা। এই বেতনে এত বিপুল পরিমাণ সম্পত্তি কিভাবে হ’ল তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। ইওডব্লিউ আধিকারিকেরা অভিযান চালিয়ে তার বাড়ি থেকে মোট ৩০০ কোটি টাকার সম্পত্তি পাওয়া গেছে।

জবলপুরের শতাব্দীপূরমে ১০ হাজার বর্গ ফুটের দু’টি বাড়ি রয়েছে সন্তোষবাবুর। এছাড়াও তার নামে ছ’টি বাড়ি ও দু’টি দোকান আছে বলে খবর। তার বিলাসবহুল বাড়িগুলিতে লিফ্ট, সুইমিং পুল এবং কয়েক লক্ষ টাকার ঝাড়বাতিও রয়েছে বলে খবর। তিনি কি করে এত টাকার সম্পত্তির মালিক হলেন তা নিয়ে তদন্ত শুরু করেছে ইকনমিক অফেন্সেস উইং সংস্থা। তিনি কোন কায়দায় অর্থ সংগ্রহ করতেন তারই খোঁজ চলছে।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close